আমার ছোট দুনিয়ায় আপনাকে সুস্বাগতম
=================
আশ্চার্য্যজনক হলেও মজার খবর ।
বাংলাদেশের এমন একটি জেলা রয়েছে
যার ভিতর অনেক গুলো জেলার নাম রয়েছে।
ঢাকার পার্শ্ববর্তী নরসিংদী জেলার কয়েক
জায়গা দেশের বিভিন্ন জেলার
নামে নামকরণ করা যেমন -
মৌলভীবাজার - মনোহরদী থানা ,
ঝালকাঠি - পলাশ থানা ,
শেরপুর - শিবপুর থানা ,
রংপুর - সদর থানা ,
রাংগামাটি - সদর থানা ,
যশোর - শিবপুর থানা ,
লক্ষীপুর - বেলাব থানা।
=================
বেলাব বাজার জামে মসজিদঃ নরসিংদী জেলার বেলাব উপজেলা সদরে অবস্হিত আধুনিক স্হাপত্য কর্ম হিসেবে সকলেরই দৃষ্টি আকর্ষন করেছে। কেবলমাত্র মুসলিমা জনগোষ্ঠীই নয় অন্যান্য ধর্মাবলম্বীর পর্যটকগণ এটি দেখতে দূর-দূরান্ত থেকে এখানে এসে থাকেন।
|
![]() |
|||||||||||
নরসিংদীর পোলা সম্পর্কেআমার সম্পর্কে তেমন কিছুই বলার নেই। সাধারন মানের একজন মানুষ, ভুল করি, ভুল স্বীকার ও করি । নিজের দুর্বলতা ঢেকে রাখতে চেস্টা করি না খুব একটা । মানুষকে পর্যবেক্ষন করতে ভালো লাগে । মাঝে মাঝে ব্যাস্ত রাস্তার পাশের কোন মার্কেটের ছাদে উঠে যাই আর নিচের মানুষ দেখি । ব্যাস্ত মানুষ, ছুটে চলা মানুষ দেখতে ভালো লাগে । জীবনের কোলাহল দেখতে ভালো লাগে । একা থাকতেও ভালো লাগে । মাঝে মাঝে সকালবেলা নদীর তীরে যাই । তীর ধরে হাটি ,পানিতে পা ডুবাই, বসে থাকি… অনেক একা লাগে সেই সময়টায় । অদ্ভুত এক ঘোরের মধ্যে ডুবে থাকে মন । কবিতা পড়তে পছন্দ করি । জীবনানন্দ, আল মাহমুদ, আবুল হাসান, রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ, নির্মলেন্দু গুণ আরো অনেকেই পছন্দের তালিকায় । তবে জীবনানন্দের মায়া কাটিয়ে উঠতে পারি না । নতুন নতুন জায়গায় ঘুরে বেড়ানো, গান শোনা, লম্বা সময় নিয়ে ঘুমানো আর ইন্টারনেট ব্রাউজিং আমার নেশা । অজানা নতুন নতুন সব ফিচার নিয়ে নাড়াচাড়া করতে করতেই দিনের বেশিরভাগ সময় কাটে । আর কম্পিউটারের দুনিয়ায় কখন কি ঘটল সেসব নিয়েও পড়ার চেস্টা করি সবসময় । পড়াশোনা করছি নরসিংদী সরকারী কলেজে । আর ছেলেবেলা কেটেছে নরসিংদিতেই । সাটিরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় আমার প্রথম স্কুল । এরপর ইউ, এম, সি, আদর্শ উচ্চ বিদ্যালয় । এবং তারপর সাটিরপাড়া কে কে ইনষ্টিটিউশন এন্ড কলেজ । আমার স্বপ্নের মত সুন্দর একটা স্কুল । সামনে ঘাসভরা মাঠ, একপাশে পুকুর, স্কুলের টিনের চাল বেয়ে ঝুম বর্ষায় পানি পড়া… অনেক মনে পড়ে । আমার জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলো এখানে কেটেছে । এক শতাব্দীর ঊর্ধ্ব প্রাচীন একটা পাঠাগার আছে এই স্কুলের । কত বিকেল যে মাঠে খেলতে না গিয়ে পুরাতন বইয়ের স্তুপে বসে বসে কাটিয়েছি তার হিসেব নেই । আমার মনন আমার প্রকৃত বেড়ে ওঠা আসলে এখানেই । এই সময়গুলো ভোলা যায় না । আগেই বলেছি কলেজ ছিল নরসিংদী সরকারী কলেজ । অনেক মজার সময় ছিল এটাও, আর এত দ্রুত শেষ হয়ে যাচ্ছে, কিছু টেরই পাচ্ছি না । কলেজের আঙ্গিনার আনাচে কানাচে কাটানো মজার সময়গুলো ছাড়া কিছুই মনে পড়ছেনা । এই তো আমি ! আর সবার মতই সাধারন একজন । কস্ট পেলে কাদি, আনন্দে হাসি, হোচট খেলে ওঠার চেস্টা করি, হেরে গেলে আবার জেতার চেস্টা করি । এই তো ! টু নো মোর অ্যাবাউট এডমিন অন ফেসবুক...
![]() Md. Abu Hanifa Babu
![]() |
|
|||||||||||
![]() |