আমার ছোট দুনিয়ায় আপনাকে সুস্বাগতম
=================
আশ্চার্য্যজনক হলেও মজার খবর ।
বাংলাদেশের এমন একটি জেলা রয়েছে
যার ভিতর অনেক গুলো জেলার নাম রয়েছে।
ঢাকার পার্শ্ববর্তী নরসিংদী জেলার কয়েক
জায়গা দেশের বিভিন্ন জেলার
নামে নামকরণ করা যেমন -
মৌলভীবাজার - মনোহরদী থানা ,
ঝালকাঠি - পলাশ থানা ,
শেরপুর - শিবপুর থানা ,
রংপুর - সদর থানা ,
রাংগামাটি - সদর থানা ,
যশোর - শিবপুর থানা ,
লক্ষীপুর - বেলাব থানা।
=================
বেলাব বাজার জামে মসজিদঃ নরসিংদী জেলার বেলাব উপজেলা সদরে অবস্হিত আধুনিক স্হাপত্য কর্ম হিসেবে সকলেরই দৃষ্টি আকর্ষন করেছে। কেবলমাত্র মুসলিমা জনগোষ্ঠীই নয় অন্যান্য ধর্মাবলম্বীর পর্যটকগণ এটি দেখতে দূর-দূরান্ত থেকে এখানে এসে থাকেন।
|
![]() |
|||||||||||
![]() নরসিংদীর সকল ধরনের খবর নিয়ে আসছে নরসিংদীর নিউজ মনোহরদীর রামপুরে শোকের ছায়া সাগরের আর কাঁঠাল খাওয়া হলো না মনোহরদী উপজেলার পূর্ব রামপুর তাতারকান্দা গ্রামের রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন মাস্টারের শিশু পুত্র তানজিদ ইসলাম সাগর (৪) এর মাথায় কাঁঠাল পড়ে মৃত্যু হয়েছে। এলাকাবাসি সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকাল ১০ টায় একই বাড়ির নাজিম উদ্দিনের ছোট ভাই জসিম উদ্দিন এর পুত্র লিমন সাগরকে কাঁঠাল খাইতে দিবে বলে বাড়ীর পাশের কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পাড়তে নিয়ে যায়। সাগরকে গাছের নীচে বসিয়ে লিমন গাছে উঠে এবং অসাবধানতা বসত একটি কাঁঠাল কাটলে গাছের নীচে বসে থাকা সাগরের মাথার উপর পড়ে। এতে সাগরের মাথা থেতলে যায়। মারাত্মক আহত অবস্থায় তার পরিবারের লোকজন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই সাগর মৃত্যুর কোলে ঢলে পড়ে। ভাগ্যের নির্মম পরিহাস! সাগরের আর কাঁঠাল খাওয়া হলো না। খবর শুনে এলাকার শত-শত নারী পুরুষ ঘটনাস্থলে ছুটে আসে। পিতা মাতার কান্না দেখে উপস্থিত সকলেই আবেগ আপ¬ুত হয়ে পড়ে। এ ঘটনায় রামপুর এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ ব্যপারে রামপুর ফাঁড়ির ইনচার্জ এস আই আব্দুর রাজ্জাক এর কাছে জানতে চাইলে তিনি জানান, ঘটনা সত্য। তবে এটা খুন নাকি দুর্ঘটনা এটা পরে বলা যাবে। নরসিংদী জেলা সম্পর্কে তথ্য ও চিত্র সমৃদ্ধ একটি পূর্ণাঙ্গ পেইজPage Link http://www.facebook.com/realnarsingdirpola Admin Website URL - http://abuhanifa.webs.com/ My Website URL - http://narsingdirpola.page.tl/ নরসিংদী সম্পর্কে জানতে ও জানাতে ...এবং নরসিংদী সম্পর্কে আপনাকে এগিয়ে রাখার প্রত্যয়ে নরসিংদীতে বজ্রপাতে একজনের মৃত্যু ॥ আহত দুইজন ------------------------------------------------------ নরসিংদীতে বজ্রপাতে হোসেন মিয়া (১৩) নামে এক কিশোরের মৃত্যু ঘটেছে। এসময় আহত হয়েছেন আমজাদ হোসেন ও আনোয়ার হোসেন নামে আরো দুইজন। মঙ্গলবার বিকালে বেলাব উপজেলার বটেশ্বর গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটেছে।এলাকাবাসী জানায়, বৃষ্টি শুরু হলে উল্লেখিত তিন জন বটেশ্বর বাজার থেকে বৃষ্টিতে ভীজে বাড়ী ফেরার পথে হঠাৎ বজ্রপাতে বটেশ্বর গ্রামের তাহের মিয়ার ছেলে হোসেন মিয়া (১৩) এর ঘটনাস্থলেই মৃত্যু ঘটে। এসময় গুরুতর আহত হয় তার সহযোগী আমজাদ হোসেন ও আনোয়ার হোসেন। আহত দুই জনকে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নরসিংদী জেলা সম্পর্কে তথ্য ও চিত্র সমৃদ্ধ একটি পূর্ণাঙ্গ পেইজ Page Link http://www.facebook.com/realnarsingdirpola Admin Website URL - http://abuhanifa.webs.com/ My Website URL - http://narsingdirpola.page.tl/ নরসিংদী সম্পর্কে জানতে ও জানাতে ...এবং নরসিংদী সম্পর্কে আপনাকে এগিয়ে রাখার প্রত্যয়ে জেলা ক্রিকেটলীগের ফাইনালে চ্যাম্পিয়ন মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র ============================== নরসিংদী জেলা ক্রিকেটলীগের ফাইনালে ঘোড়াদিয়া একাদশকে ৫ উইকেটে হারিয়েছে মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র। সোমবার বিকেলে নরসিংদীর মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় টসে হেড়ে ব্যাট করতে নামে ঘোড়াদিয়া একাদশ। সবকটি উইকেট হারিয়ে ৩৯ ওভার ৫ বল খেলে তারা সংগ্রহ করে ১৩৬ রান। জবাবে ব্যাট করতে নেমে মুক্তিযোদ্ধা একাদশ ৫ উইকেটের বিনিময়ে মাত্র ৩৫ ওভারেই তুলে নেয় তাদের শিরোপা। মুক্তিযোদ্ধা একাদশের পক্ষে ম্যান অব দা ম্যাচ হয় মুক্তিযোদ্ধা একাদশের রিয়াদ প্রধান এবং ম্যান অব দা সিরিজ নির্বাচিত হয় ঘোড়াদিয়া একাদশের আসিফ হাসান মাসুম। পরে বিজয়ী এবং বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মন্জুর কদের, নজিব আহমেদ। এসময় নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ওবায়দুল আজমসহ জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নরসিংদী জেলা সম্পর্কে তথ্য ও চিত্র সমৃদ্ধ একটি পূর্ণাঙ্গ পেইজ Page Link http://www.facebook.com/ Admin Website URL - http://abuhanifa.webs.com/ My Website URL - http://narsingdirpola.page.tl/ নরসিংদী সম্পর্কে জানতে ও জানাতে ...এবং নরসিংদী সম্পর্কে আপনাকে এগিয়ে রাখার প্রত্যয়ে নরসিংদীতে ফরমালিন ও ভেজালবিরোধী বর্ণাঢ্য র্যালি ================================ ![]() নরসিংদীতে ফরমালিন এবং ভেজাল বিরোধী এক বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে স্থানীয় সোহরাওয়ার্দ্দী উদ্ধানে গিয়ে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সমাপ্ত হয়। ২ মে শুক্রবার সকাল সাড়ে ১০ টায় নরসিংদী পৌরসভার স্বাধীনতা চত্ত¡র থেকে র্যালীটি শুরু হয়। নরসিংদী জেলা প্রশাসক মোঃ ওবায়দুল আজমের নেতৃত্বে র্যালীতে অংশ গ্রহন করেন নরসিংদী সরকারী কলেজের অধ্যাপক আমির হোসেন, এনডিসি মাহবুবুল করিম, সাংবাদিক নিবারণ রায়, হাবিবুর রহমান হাবিব, মাখন দাস, বদরুল আমিন চৌধুরী, মোস্তফা কামাল সরকারসহ শহরের গন্যমান্য ব্যক্তিবর্গ, শহরের ফল ব্যবসায়ী সমিতি, জেলা স্কাউট দল, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দ প্রমুখ। পরে সোহরাওয়ার্দ্দী উদ্ধানে সাংবাদিক সম্মেলনে নরসিংদী জেলা প্রশাসক মোঃ ওবায়দুল আজম বলেন, ফরমালিনসহ খাদ্য দ্রব্যে যে কোন ভেজাল প্রদানকারীকে কঠোর হস্তে দমন করা হবে। ভ্রাম্যমান আদালত বসিয়ে সমগ্র জেলায় ভেজাল বিরোধী অভিযান জোরদার করা হবে। এ সময় বাজার বনিক সমিতির সভাপতি বাবুল সরকার, সাধারণ সম্পাদক হাবিবুর রহমানসহ ফল ব্যবসায়ীর নেতৃবৃন্দরা সরকারের ভেজাল বিরোধী অভিযানে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন। নরসিংদী জেলা সম্পর্কে তথ্য ও চিত্র সমৃদ্ধ একটি পূর্ণাঙ্গ পেইজ Page Link http://www.facebook.com/realnarsingdirpola Admin Website URL - http://abuhanifa.webs.com/ My Website URL - http://narsingdirpola.page.tl/ নরসিংদী সম্পর্কে জানতে ও জানাতে ...এবং নরসিংদী সম্পর্কে আপনাকে এগিয়ে রাখার প্রত্যয়ে ![]() নরসিংদীতে বন্ধুর দেয়া দেয়ালে ঠুয়ায় শ্রমিকের মৃত্যু =============================== নরসিংদীতে তুচ্ছ ঘটনায় এক বন্ধুর দেয়া দেয়ালে ঠুয়ায় তুষার আহমেদ (১৭) নামের এক পাওয়ারলুম শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে শহরের বিলাসদী এলাকার আল্লাহু চত্ত্বরে এ ঘটনা ঘটেছে। নিহত তুষার শিবপুরের যোশর এলাকার রস্তম আলীর ছেলে ও বিলাসদীর এলাকার অরুন মিয়ার পাওয়ারলুমের শ্রমিক। প্রত্যক্ষদর্শী ও পুলিশের সুত্রে জানা যায়, তুষার আহমেদ ও মাধবদী এলাকার সেলিম মিয়ার ছেলে শাকিল মিয়া (১৮) দুজন খুব ঘনিষ্ট বন্ধু। তাঁরা দুজনের একই কারখানায় ও বিলাসদী এলাকার ওয়াছকুরুনীর বাড়িতে ভাড়া থাকতেন। সম্প্রতি তুষারের কাছ থেকে দুইশত টাকায় মোবাইলের মেমোরী কার্ড কিনেন শাকিল। কিন্তু কথা মত টাকা না দেওয়ায় বেলা ১১টার দিকে আল্লাহু চত্ত্বরে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তুষার ঘাড়ে ধরে একটি দেয়ালে ঠুয়া দেন শাকিল। এতে মাথায় প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান তুষার। পরে স্থানীয়রা শাকিলকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নরসিংদীসেদর হাসপাতালে ময়না তদন্ত শেষে সন্ধ্যায় পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করে। পুলিশ হেফাজতে থাকা শাকিল বলেন, ও আমার খুব ঘনিষ্ট বন্ধু। ওকে মারার জন্য আমি দেয়ালে ঠুয়া দেইনি। কি করে যে কি হয়ে গেল বুঝতে পারছিনা। নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আসাদুজ্জামান বলেন, মেমোরিকার্ড নিয়ে সৃষ্ট তর্কে শাকিল নিহত তুষারকে দেয়ালে ঠুয়া দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের পরিবার থেকে এখনো কেউ মামলা দায়ের করেনি। জানতে পেরেছি দাফন কাফন শেষে মামলা হবে।
নরসিংদী জেলা সম্পর্কে তথ্য ও চিত্র সমৃদ্ধ একটি পূর্ণাঙ্গ পেইজ
Page Link http://www.facebook.com/realnarsingdirpola Admin Website URL - http://abuhanifa.webs.com/ My Website URL - http://narsingdirpola.page.tl/ নরসিংদী সম্পর্কে জানতে ও জানাতে ...এবং নরসিংদী সম্পর্কে আপনাকে এগিয়ে রাখার প্রত্যয়ে সমুদ্রপথে মালয়েশিয়া পাড়ি জমাতে গিয়ে নরসিংদীর চার যুবকের মৃত্যু ====================================== ![]() অবৈধভাবে সমুদ্র পথে মালয়েশিয়া যাওয়ার পথে মৃত্যুর হলে দালালরা সুমদ্রে লাশ ফেলেদিয়েছে খবরে নরসিংদীর চার পরিবারে চলছে শোকের মাতম। বিভিন্ন স্থান থেকে শত শত মানুষ শোকার্ত স্বজনদের সান্তনা দিতে তাদের বাড়ি ভিড় জমাচ্ছেন। গত বৃহস্পতিবার রাতে ওই যুবকদের আরেক সহযাত্রী ফোনে নিহতদের স্বজনদের কাছে এ খবর নিশ্চিত করে। নিহত মধ্যে চার জনই নরসিংদী সদর উপজেলার মাধবদী গ্রামের বাসিন্দা। তার হলেন, নুরালাপুর গ্রামের আবু ছাইদের ছেলে আসাদ (৩৬), মৃত আবুল কাশেমের ছেলে কাউসার (৩০), আব্দুস বাসেদের ছেলে মহসিন (৩৫) লোকমানের ছেলে মোতালিব (৩১)। এছাড়াও অবৈধভাবে ওই জাহাজে করে বিদেশগামী কুমিল্লা, ফেনী ও নোয়াখালীর আরো ২২ জন যাত্রীর মৃত্যুর খবর ফোনের মাধ্যমে পাওয়া যায়। মৃত বা অর্ধমৃত ওইসব যাত্রিদের পেট কেটে মৃত্যু নিশ্চিত করে লাশ সমুদ্রে ভাসিয়ে দেয়া হয় বলেও ফোনে জানানো হয়। পারিবারিক সূত্র জানায়, সংসারে অভাব গোছাতে স্বপন দেখছিলেন নিহত চার যুবক। আর সে স্বপন বাস্তবায়িত করতে গত ২৮ এপ্রিল দালালের মাধ্যমে সমুদ্র পথে পারি দিচ্ছেলেন স্বপনের দেশ মালয়েশিয়ার উদ্দ্যেশে। জাহাজে করে দালালদের প্রলোভনে পরে মালয়েশিয়ায় পাড়ি জমাতে গিয়ে অনাহার ও পানি পিপাষায় তাদের মৃত্যু ঘটে। পরে দালালরা তাদের পেট কেটে লাশ সমুদ্রে ফেলে দেয় বলে স্বজনা জানান। সরজেমিনে নুরালাপুর গ্রামে ওই যুবকদের বাড়ি গিয়ে দেখা যায় প্রত্যেকের বাড়িতেই চলছে শোকের মাতম। আসাদের দিনমজুর বাবা ছাইদ মিয়া জানান, তার একমাত্র ছেলে স্থানীয় সুজন টেক্সটাইল মিলে শ্রমিকের কাজ করত। স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে আসাদের ভালই দিন চলছিল। গত ২৮ এপ্রিল হঠাৎ সে বাড়ি থেকে বের হয়ে পরদিন ফোন করে জানায় সে এবং একই গ্রামের আরো ৩ জন নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজারের দালাল আফাজ উদ্দিন ওরফে আব্বাসের মাধ্যমে জাহাজে করে মালয়েশিয়া যাচ্ছেন। পরে বিস্তারিত জানাবে বলে ফোন রেখে দেয় এরপর থেকে তাদের আর খবর পাওয়া যাচ্ছিল না। এ ব্যাপারে দালালের কাছে ফোন করলে সবাই ভালো আছে জানিয়ে সে প্রত্যেক পরিবারকে ২ লাখ থেকে আড়াই লাখ টাকা যোগার রাখতে বলে। এ খবর পেয়ে প্রত্যেক পরিবারই ভিটেমাটি বিক্রি করে হলেও তা দিতে রাজি হয়। এরই মাঝে গত বৃহস্পতিবার রাতে ওই জাহাজের যাত্রী আড়াই হাজার এলাকার আমিরুল নামে এক ব্যক্তি থাইল্যান্ড থেকে কাউসারের ভাই রফিজ উদ্দিনের মোবাইলে ফোন করে এ ঘটনা জানায়। মুহূর্তের মধ্যে খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে নিহতদের স্বজনদের মাঝে গভীর শোক নেমে আসে। এদিকে নিহত কাউসারের বাড়িতেও গিয়ে দেখা যায় শোকের মাতম। কাউসারের একমাত্র ছেলে তামিম (৩) ফ্যালফ্যাল করে শুধু বাড়ী আগত লোকজনের দিকে তাকিয়ে আছে। অবুঝ শিশুটি এখনো বুঝতে পারছেনা যে তার বাবা না ফেরার দেশে চলে গেছে। অন্যদিকে পরিবারের একমাত্র পুরুষ সদস্য নিহত কাউসারের স্ত্রী, বৃদ্ধা মা ও বোনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে। এছাড়া নিহত মোতালিব ও মহসীনের পরিবারেও চলছে শোকের মাতম। এলাকাবাসি জানায়, শুধু তারা ৪ জনই নয় গত ৬ মাসে একই গ্রামের রফিকুল মিয়ার ছেলে সেলিম (১৮),আব্দুস ছাত্তার মিয়ার ছেলে বন্যা মিয়া (২৫),রহিজ উদ্দিনের ছেলে মোমেন (৩০),খিদিরকান্দী গ্রামের সুরুজ মিয়ার ছেলে দুলাল নিখোঁজ হয়। এর মধ্যে দুলাল মিয়া পথিমধ্যে অনাহারে মারা গেলে। তার দালাল একই গ্রামের সুলতান মিয়ার ছেলে দুলাল গ্রাম্য শালিসে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা দেয়। এছাড়াও মাধবদীর নুরালাপুর,কাঠালিয়া,পাইকারচর, মহিশাশুষা ইউনিয়ন থেকে প্রায় ১ হাজার লোক অবৈধ ভাবে মালয়েশিয়া পাড়ি জমাতে গিয়ে প্রায় ২ শতাধিক যাত্রি নিখোঁজ হয়েছে বলে সূত্রে জানা যায়। মাধবদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহাঙ্গীর বাদশা জানায়, এতো সব ঘটনার পরও কেউ আমাদেরকে এ ব্যাপারে কিছু জানায়নি। যার ফলে আমরাও কোন ব্যবস্থা নিতে পারি নাই। এ ব্যাপারে নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম কাসেম জানায়, এ ধরনের অভিযোগ নিয়ে থানায় কেউ আসেনি এবং তিনিও এব্যাপারে কিছু জানেন না।
নরসিংদী জেলা সম্পর্কে তথ্য ও চিত্র সমৃদ্ধ একটি পূর্ণাঙ্গ পেইজ Page Link http://www.facebook.com/realnarsingdirpola Admin Website URL - http://abuhanifa.webs.com/ My Website URL - http://narsingdirpola.page.tl/ নরসিংদী সম্পর্কে জানতে ও জানাতে ...এবং নরসিংদী সম্পর্কে আপনাকে এগিয়ে রাখার প্রত্যয়ে |
|
|||||||||||
![]() |